দেশ

কর্নাটকে ক্ষমতায় ফিরবে কংগ্রেস, আশাবাদী শরদ পওয়ার

কর্নাটকে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ১০ মে দাক্ষিণাত্যের রাজ্যটির ২২৪ আসনে ভোট। ১৩ মে জানা যাবে ফলাফল। বিভিন্ন জনমত সমীক্ষায় ইতিমধ্যেই উঠে এসেছে, টিপু সুলতানের রাজ্যে এবার ক্ষমতার পালাবদল ঘটার সম্ভাবনা প্রবল। বর্ষীয়ান রাজনীতিবিদ তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সুপ্রিমো শরদ পওয়ারও মনে করেন, দক্ষিণের রাজ্যটিতে আসন্ন ভোটে কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারে। শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে মরাঠা স্ট্রংম্যান বলেছেন, ‘লোকসভা ও বিধানসভার ভোটের মধ্যে যথেষ্টই তফা‍ৎ রয়েছে। বিধানসভার ভোটে মূলত স্থানীয় বিষয়গুলিই গুরুত্ব পায়। স্থানীয় ইস্যুর ভিত্তিতেই মানুষ ভোট দেন। দক্ষিণের মানুষ বরাবরই বিজেপি বিরোধী দলগুলির ওপরে আস্থা দেখিয়েছেন। তাই তামিলনাডু, কেরল ও তেলেঙ্গানায় বিজেপি বিরোধী সরকার ক্ষমতায়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ, দিল্লি, পঞ্জাব সহ আরও কয়েকটি রাজ্যে বিজেপি বিরোধী দলের সরকার রয়েছে। অর্থা‍ৎ বিরোধী দলগুলি বিজেপির মোকাবিলায় যথেষ্টই সক্ষম। আমার মনে হয়, কর্নাটকেও এবারের ভোটে কংগ্রেসের জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’