ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। কংগ্রেস কর্মীকে গুলি চালানোর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর নাম আরিফ শেখ। তাঁর তলপেটের বাঁ দিকে গুলি লেগেছে। অভিযোগ, সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের উপস্থিতিতেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। অবিলম্বে বিধায়কের গ্রেফতারির দাবি তুলেছেন কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। এদিকে গুলিবিদ্ধ ওই কংগ্রেস কর্মীকে দ্রুত উদ্ধার করে সেখান থেকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বহরমপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। আমিরুল ইসলামের দাবি, উল্টে তাঁর উপরেই হামলার চেষ্টা চলেছিল।