বিদেশ

ভোটে জিততেই কি ‘সাজানো’ হামলা? ডোনাল্ড ট্রাম্প প্রাণে বাঁচতেই জোর চর্চা মার্কিন মুলুকে!

ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা কি পুরোটাই সাজানো? অল্পের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাণে বেঁচে যাওয়ার পর থেকেই আমেরিকায় শুরু হয়েছে এই জল্পনা। নির্বাচনের মাত্র কয়েকমাস আগে ট্রাম্পের উপর হামলার ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি ভোটে ফায়দা তোলার জন্যই এরকম হামলার ছক কষা হয়েছে? শনিবার পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী প্রচার ছিল রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের । সেখানেই তাঁর উপর হামলা চলে। কান ঘেঁষে বেরিয়ে যায় আততায়ীর গুলি। প্রাণে রক্ষা পান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দুজন। পরে অবশ্য সিক্রেট সার্ভিসের পালটা আক্রমণে নিকেশ হয় বন্দুকবাজ। কীভাবে মুহূর্তের জন্য বেঁচে গিয়েছেন ট্রাম্প, সেটা নিয়ে বিস্তারিত ভিডিও ঘুরছে সোশাল মিডিয়ায়। তার পর থেকেই নেটদুনিয়ায় চর্চা, তাহলে কি এই ঘটনা আদতে সাজানো? জনতার চোখে সহানুভূতি পেয়ে ফের প্রেসিডেন্টের কুরসিতে বসতে চেয়েছেন ট্রাম্প? নেটদুনিয়ার একাংশের মতে, “গোটা ঘটনা যে সাজানো এতে কোনও সংশয় নেই। কারণ ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চলার পরেও সভায় উপস্থিত জনতার মধ্যে উদ্বেগের কোনও চিহ্ন নেই। এমনকি গুলির শব্দও শোনা যায়নি ঘটনাস্থলে।” এমনকি অনেকের মতে, ট্রাম্পকে কোনওমতেই বিশ্বাস করা যায় না।