কলকাতা

গরমে বিদ্যুৎ বিভ্রাট রোধে চালু হল কন্ট্রোল রুম-হেল্পলাইন নম্বর

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। দক্ষিণবঙ্গে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। তার সঙ্গে ক্রমশই বাড়ছে অস্বস্তিকর গরম। এই পরিস্থিতিতে যাতে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত না হয়, তা নিয়ে তৎপর রাজ্য বিদ্যুৎ দফতর। সমস্যা হলে যে কোনও সময় সংশ্লিষ্ট বিভাগকে জানানোর সুযোগ করে দিতে চালু হল হেল্পলাইন ২৪ ঘণ্টার। মঙ্গলবার, বিধাননগরের উন্নয়ন ভবনে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন বিদ্যুৎ দফতর সচিব শান্তনু বসু-সহ বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। ছিলেন CESE-র প্রতিনিধিরাও। সোমবার থেকেই বিদ্যুৎ ভবনে চালু হয়েছে কন্ট্রোল রুম। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ২টি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে – ৮৯০০৭৯৩৫০৩ ৮৯০০৭৯৩৫০৪। বিদ্যুৎ সংযোগে সমস্যার বিষয়ে এই নম্বরে ফোন করে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। সোমবার যোধপুর পার্ক, হরিদেবপুর,বেলঘরিয়া এবং দক্ষিণেশ্বরে কিছু কিছু গ্রাহকের ওভারলোডিংয়ের কারণে ট্রান্সফরমার পুড়ে যাওয়া ও যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। ফলে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। সিইএসসির অধীনে ওই অঞ্চলের সমস্যার জন্য সংস্থার আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন অরূপ বিশ্বাস। পরিস্থিতির মোকাবিলার জন্য তাঁদের তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। তীব্র গরমে রাজ্যবাসীকে যেন বিদ্যুতের সমস্যা পোহাতে না হয়, তার জন্য দুটি সংস্থাকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে।