কলকাতা

‘বিহার, উত্তরপ্রদেশের মতো মাফিয়ারাজ চলছে বাংলায়’, মণীশ শুক্লা খুনের ঘটনায় বেফাঁস মন্তব্য দিলীপের

 টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। ক্ষোভে ফুঁসছে বিজেপির নেতা-কর্মীরা। এই পরিস্থিতিতে সোমবার মণীশ শুক্লা খুনের ঘটনায় বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বাংলার সঙ্গে তুলনা করতে গিয়ে এমন দুই রাজ্যের নাম টেনে আনলেন দিলীপ যার মধ্যে একটি রাজ্য উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় রয়েছে, অন্য রাজ্য বিহারে এনডিএ জোটের প্রতিনিধি হিসেবে ক্ষমতায় নীতীশ কুমার। রাজ্যকে দুষতে গিয়ে দিলীপবাবু বলেন, ‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দিন দিন এই রাজ্যটা বিহার, উত্তরপ্রদেশের মতো হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বিহার, উত্তরপ্রদেশের মতো মাফিয়ারাজ চলছে।’ রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে। এমন সময় এই বির্তক সামনে এসেছে যখন চরম অস্বস্তিতে উত্তরপ্রদেশে যোগী সরকার। হাথরস ইস্যুতে উত্তাল গোটা দেশ। যোগী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। নির্যাতিতাকে সুবিচার দেওয়ার দাবিতে পথে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক সমালোচকদের মতে, দিলীপবাবুর এই মন্তব্যই বুঝিয়ে দিল যোগীর উত্তরপ্রদেশ ও নীতিশ কুমারের বিহারের পরিস্থিতি। তৃণমূলের সমালোচনা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে আখেরে বিজেপিরই অস্বতি বাড়ালেন দিলীপ, এমনটাই মনে করছেন সমালোচকদের একাংশ।