কোভিড বুস্টার ডোজ হিসেবে বায়োলজিক্যাল ই-সংস্থার ভ্যাকসিন কোর্বেভ্যাক্সকে ছাড়পত্র দিল ডিসিজিআই ৷ ১৮ বছর ও তার বেশি বয়সিরা কোর্বেভ্যাক্সের বুস্টার ডোজ নিতে পারবেন ৷ শনিবার এই ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ হায়দরাবাদস্থিত বায়োলজিক্যাল ই সংস্থার কোভিড ভ্যাকসিনটি একটি হেটারোলোগাস প্রতিষেধক ৷ সংস্থাটির তরফে জানানো হয়েছে, কোভিডের প্রাথমিক দুটি টিকা নেওয়ার 6 মাস পরে এই বুস্টার ডোজ নেওয়া যাবে ৷ কেউ কোভিড টিকা হিসাবে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়ে থাকলে, বুস্টার ডোজ হিসেবে তিনি কোর্বেভ্যাক্স নিতে পারেন বলে সংস্থাটি জানিয়েছে ৷ সংস্থাটির তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় দফায় দেশের একাধিক কেন্দ্রে ৪১৬ জনের উপর এই বুস্টার ডোজের টিকা পরীক্ষা করা হয়েছে ৷ আগে কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়েছেন এরকম ১৮ থেকে ৮০ বছর বয়সিদের উপর এই টিকা প্রয়োগ হয়েছে ৷ ” ইতিমধ্যেই ৫ থেকে ১২ বছর বয়সি ও ১২ থেকে ১৪ বছর বয়সিদের কোভিড টিকাকরণের জন্য কোর্বেভ্যাক্সকে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই ৷ ইতিমধ্যেই ১০ কোটি ডোজ কোর্বেভ্যাক্স কেন্দ্রকে দিয়েছে বায়োলজিক্যাল ই ৷