দেশ

করোনাঃ দিল্লির পরিস্থিতি খতিয়ে দেখতে কাল সর্বদলীয় বৈঠক অমিত শাহের

অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর দিল্লির সব রাজনৈতিক দলের সঙ্গে সোমবার বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই সূত্রের খবর। ভয়ঙ্কর এই ভাইরাসের প্রকোপ কমাতে দিল্লি সরকারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে শাহ লেখেন, ‘দিল্লিতে সংক্রমণ রোধে মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। করোনা সংক্রমণের নিরিখে চিকিত্‍সার জন্য দিল্লির হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা কম। ঘাটতি মেটাতে ৫০০ রেলের বগি দিল্লি সরকারকে দেওয়া হবে। যা করোনা চিকিত্‍সার কাজে লাগবে। রাজধানীর কনটেনমেন্ট জোনে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালানো হবে।’ নমুনা পরীক্ষার সংখ্যা আগামী কয়েকদিনে দ্বিগুণ ও ছয় দিনের মাথায় তা তিন গুণ হবে বলে জানিয়েছেন অমিত শাহ।