ফের কলকাতা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার। শিয়ালদহ, বৈঠকখানা বাজারের পর এবার আনন্দপুর। এক যুগলের কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও বুলেট উদ্ধার হয়েছে। গ্রেপ্তার ২। ধৃতরা কোথা থেকে, কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র জড়ো করেছিল,কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। গোপন সূত্রে অস্ত্র সরবরাহের খবর পেয়ে রবিবার দুপুরে আনন্দপুরের নোনাডাঙা সবুজ সংঘের কাছে অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে এক যুগলকে গ্রেপ্তার করা হয়। ধৃত আজিজ মোল্লা। বয়স ৩৬ বছর। হুগলির বাসিন্দা। তার কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আজিজের সঙ্গী পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা ময়না মাজিকেও গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তল্লাশি করে মোট ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে চারটি সেভেন এমএমের পিস্তল উদ্ধার হয়েছে। এসটিএফ সবকটি অস্ত্র বাজেয়াপ্ত করেছে। দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের হদিশ পেতে চায় এসটিএফ।
