গাছ থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার ধানগারা গ্রাম পঞ্চায়েতের রণঘাট এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল থানার পুলিস। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ-হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাইফুদ্দিন (২২ )। অন্যদিকে মৃত কিশোরীর নাম নাইমা খাতুন (১৩)। রণঘাট এলাকার একটি গাছ থেকে তাদের আজ, বৃহষ্পতিবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিস।