দেশ

আগামী ১০ মার্চ অবধি ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল

আগামী ১০ মার্চ অবধি ইডি হেফাজতে পাঠানো হল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। গতকাল, মঙ্গলবারই দীর্ঘ টানাপোড়েনের পর অনুব্রত মণ্ডলকে বিমানে করে দিল্লি নিয়ে যাওয়া হয়।  গতকালই মধ্যরাতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলার শুনানি হয়। সেখানেই আগামী তিনদিন তাঁকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। গোরুপাচার মামলায় গত বছরই গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। এরপর অনেকবার দিল্লি নিয়ে গিয়ে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু নানা অছিলায় নিজের দিল্লি যাত্রা এড়িয়ে গিয়েছেন তিনি। এর আগে একবার দিল্লিযাত্রা প্রায় নিশ্চিত হয়ে গেলেও পুরনো একটি খুনের চেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করে রাজ্য পুলিস। এবারেও একবার দিল্লির আদালত ও হাইকোর্টে নিজের দিল্লি যাওয়া ঠেকানোর চেষ্টা করেছিলেন অনুব্রত। তবে হাইকোর্ট রক্ষাকবচ না দেওয়ায় দিল্লি যাওয়া একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর। তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বিমানে করে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। শেষ পর্যন্ত আসানসোল সংশোধানাগার নাকি ইডি, কার তত্ত্বাবধানে তিনি দিল্লি যাবেন তা নিয়ে সমস্যার সৃষ্টি। অবশেষে আদালতের নির্দেশেই ইডির আয়োজনে দিল্লি নিয়ে যাওয়া হয় তাঁকে। গতকাল, মধ্যরাতেই দিল্লিতে বিশেষ আদালত বসে। সেখানেই তাঁকে আগামী ১০ হেফাজত অবধি হেফাজতে পেয়ে যায় ইডি। যদিও অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতে দাবি করেছেন, গোরুপাচার মামলার সঙ্গে তাঁর মক্কেলের কোনও সম্পর্ক নেই।