দেশ

মলয় ঘটককে রক্ষাকবচ দিল দিল্লি হাইকোর্ট

 স্বস্তি পেলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক. দিল্লি হাইকোর্টের নির্দেশ, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না ইডি। প্রসঙ্গত, মন্ত্রীকে বারবার তলব করছে ইডি। তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মন্ত্রী। তাতেই রক্ষাকবচ পেলেন মন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রীর আইনজীবী আদালতে সওয়ালের সময় বলেন, তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন মক্কেল। আদালত সূত্রে খবর, পরবর্তী শুনানির জন্য বিচারপতি অনীশ দয়ালের বেঞ্চ মামলাটি পাঠিয়েছেন রোস্টার বেঞ্চে। প্রসঙ্গত, মন্ত্রী যেহেতু এমএলএ তাই তাঁর এই মামলার শুনানি করেননি বিচারপতি অনীশ দয়ালের বেঞ্চ। এই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টের সাংসদ- বিধায়কদের জন্য সুনির্দিষ্ট বেঞ্চে। তবে তাঁর নির্দেশ, ওই শুনানির আগে তাঁকে তলব করতে পারবে না ইডি। এই রায়ের পরে মৌখিক আশ্বাসও দিয়েছেন ইডি’র আইনজীবী। অন্যদিকে মন্ত্রীর আইনজীবীর দাবি ছিল, মক্কেল অভিযুক্ত নন।  আবেদন ছিল, পরবর্তী শুনানির আগে তাঁকে যেন তলব করা না হয়। সেই আবেদনেই শিলমোহর দিল আদালত।