কলকাতা

বারোয়ারি পুজো বন্ধের আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

 উত্‍সবে মরশুমে করোনার আতঙ্ক।তাই এ বছর রাজ্যে দুর্গোপুজা বন্ধের আরজি জানিয়ে এবার মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মামলার শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তবে উত্‍সব বন্ধ রাখতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অতিমারী আবহেও স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজোর অনুমতি দিয়েছেন তিনি। আর তাতেই প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরা। কারণ, এখন থেকেই রাস্তায় কার্যত মানুষের ঢল নেমেছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকই শুধু নয়, সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফেও। কলকাতায় একটি বারোয়ারি পুজো উদ্বোধনের পর, সোমবার পুজো কমিটিগুলিকে করোনা বিধি মেনে চলার নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী। মামলাকারীর বক্তব্য, ওনাম উৎসবের পর কেরালায় কোরোনার সংক্রমণ বেড়েছে । সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে গণেশ উৎসবের অনুমতি দেওয়া হয়নি মহারাষ্ট্রে । শুধুমাত্র ছোটো পুজোর অনুমতি দেওয়া হয় । তাই এই রাজ্যেও বারোয়ারি দুর্গাপুজো বন্ধ রাখার আবেদন জানিয়েছেন মামলাকারী । ক্লাবগুলো যদি একান্তই পুজো করতে চায় তাহলে ছোটো করে করা হোক । সেখানে সাধারণ মানুষ যেন প্রবেশ না করে তার দাবি জানিয়েছেন তিনি । বারোয়ারি পুজোয় সাধারণের প্রবেশ বন্ধ নিয়ে অজয় দের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, “বারোয়ারি পুজো বন্ধ রাখতে পারলে ভালো । যদি তা না হয় তাহলে অত্যন্ত ছোটো করে পুজো করা হোক । সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হোক । কারণ যে মুহূর্তে মণ্ডপে সাধারণ মানুষ প্রবেশ করবে সেই মুহূর্তে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ।”