দার্জিলিংয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। করোনা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে দার্জিলিং জেলা প্রশাসন। দার্জিলিংয়ে ঘুরতে গেলে এবার থেকে রাখতেই হবে কোভিড রিপোর্ট। পর্যটকদের কোভিড রিপোর্ট সঙ্গে রাখা এবার থেকে বাধ্যতামূলক করা হল। শুধু কোভিড রিপোর্টই নয় ভ্যাকসিনের ২ টি ডোজ নেওয়া হয়েছে কিনা সেটাও দেখাতে হবে। ভ্যাকসিনের শংসাপত্র সঙ্গে নিয়ে আসতে হবে পর্যটকদের। তবেই পর্যটকরা প্রবেশ করতে পারবেন হোটেলে, এদিন এমনই নির্দেশ জারি করলেন দার্জিলিংয়ের জেলাশাসক। রাজ্যে ধীরে ধীরে কোভিড সংক্রমণের গ্রাফ অনেকটাই কমছে কিন্তু বেশ কয়েকটি জেলায় সংক্রমণ বাড়ছে। দার্জিলিং জেলায় কোভিড সংক্রমণের হার বাড়ছে। যা চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং জেলা প্রশাসনের। দার্জিলিংয়ে প্রতিদিনই ৭০ জনের কাছাকাছি করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংক্রমণ রুখতে বদ্ধপরিকর দার্জিলিং জেলা প্রশাসন।