জেলা

সুশান্ত ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ও জুতো ছোঁড়ার অভিযোগ, গ্রেপ্তার ৪

সিপিএমের এজেন্টকে বুথে ঢুকতে বাধা ৷ সকাল থেকেই শালবনির বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে যান সুশান্ত ঘোষ। একাধিক বুথে ঢুকে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। বারবার অভিযোগ করেছেন তাঁদের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান শালবনির সিপিএম প্রার্থী। অভিযোগ, এরপরই পূর্বপাড়া এলাকায় আক্রান্ত হন সুশান্ত ঘোষ। তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বৃষ্টির মতো তাঁর দিকে উড়ে আসে ইট। ছোঁড়া হয় জুতোও। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলেও এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে শালবনিতে। যদিও এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুমাইদহ প্রাথমিক স্কুলে সুশান্ত ঘোষের সঙ্গে বচসা দিয়ে শুরু৷  সুশান্ত বুথে ঢোকায় তৃণমূল কর্মীরা আপত্তি জানাযন বলে অভিযোগ ওঠে ৷ এরপরই  তৃণমূল কর্মীর সঙ্গে সিপিএম প্রার্থীর বচসা শুরু হয় ৷ এর আগে শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষ। এজেন্ট বসানোকে কেন্দ্র করে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। সুশান্ত ঘোষ বলেন, তাঁর এলাকার এজেন্টদের হুমকি দেওয়া হয়। ভয় দেখিয়ে তাঁদের বসতে দেওয়া হয়নি। বাইরে থেকে এজেন্ট এনে বুথে বসাতে হয়েছে। তৃণমীলের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে তিনি বলেন, ‘এভাবে ক্ষমতায় থাকা যায় না, আর তা ভোটের পরই বুঝতে পারবে তৃণমূল। সুশান্ত ঘোষের এই অভিযোগ অস্বীকার করল তৃণমূল ৷