সিপিএম-কংগ্রেস-আইএসএফের জোটের ব্রিগেডে তারকা চমক। রাজ্য রাজনীতিতে বামপন্থী মনোভাবাপন্ন হলেও সরাসরি রাজনৈতিক মঞ্চে কিংবা ব্রিগেডের সমাবেশে উপস্থিত থাকেননি। টলিউডে বহু মানুষ বামপন্থায় বিশ্বাসী, প্রচারে পা মিলিয়েছেন কিন্তু ব্রিগেডের মত বিরাট জনসমাবেশে হাজির থেকেছেন সেই নিদর্শন বিরল। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের ব্রিগেড কিংবা ২১ জুলাইয়ের মঞ্চে হাজির থেকেছেন বহু তারকা। কিন্তু বামফ্রন্টের হয়ে সেভাবে ব্রিগেড কিংবা মহাসমাবেশে যোগ দিতে দেখা যায়নি টলিপাড়ার কোনও তারকাকে। ২০২১-এর জোটের ডাকা ব্রিগেড দেখল ভিন্ন ছবি। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, সীতারাম ইয়েচুরি, বিমান মিত্র, আব্বাস সিদ্দিকি ও অধীর চৌধুরীর সঙ্গে একই সারিতে রয়েছেন পরিচালক কমলেশ্বর মুখার্জী, শ্রীলেখা মিত্র, সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্র, তরুণ মজুমদাররা। অর্থাত্ বামের হয়েও এবার রাজনীতির ময়দানে সক্রিয় টলিপাড়ার তারকারা। কিছু মাস ধরেই রাজ্যের শাসকদল ও কেন্দ্রের ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ সানিয়েছেন টলিউডের একাধিক তারকা। তাঁরাই আজ ব্রিগেড মঞ্চে নেমে আলদা চমক দিয়েছেন বলাই যায়।ব্রিগেডে উপস্থিত সমস্ত মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ”আমাদের দেশ এবংরাজ্যে একমাত্র বামেরাই বিকল্প গড়ে তুলতে পারে। একমাত্র বামেদের জোটই বিকল্প গড়ে তুলতে পারে।’ শ্রীলেখা বলেন, ”এই যে এত লোক জমায়েত করেছেন এই ভোটগুলি যেন ব্যালট পেপারে ফুটে ওঠে। ব্যালট পেপারে যেন ভোট ঠিক জায়গায় পড়ে। ইনকিলাব জিন্দাবাদ, বিকল্প একটাই।” সব্যসাচী চক্রবর্তীর কথায়, ”আজকে আমরা যে কারণে এখানে জমায়েত হয়েছি সেটা আপনারা সকলেই জানেন। যে সরকার আমাদের রাজ্য চালাচ্ছে, বা যে সরকার এখানে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আমাদের বাম গণতান্ত্রিক জোটকে সমর্থন করতে হবে। যদি সুস্থ পশ্চিমবঙ্গ চান, তাহলে এছাড়া আর গতি নেই। এটাই জোর গলায় আমরা সবাই বলব। আপনারা আশাকরি সমর্থন করবেন। যাতে আগামীদিন সুদিন হয়, তার জন্য আমাদের এই লড়াই। আজকের এই জমায়েত সেই উদ্দেশ্যেই।”’