জেলা

ইন্টারভিউয়ের নামে মহিলা সাংবাদিককে বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগ, দল থেকে সাসপেন্ড বামনেতা তন্ময় ভট্টাচার্য

মহিলা সাংবাদিককে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল সিপিএম। রবিবার সন্ধ্যায় ওই সিদ্ধান্তের কথা জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি এ-ও জানান, তন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে দলে। যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময়। পরে সেই তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে বলে জানান সেলিম। ঠিক তার পরেই সিপিএম বিবৃতি জারি করে জানিয়ে দেয়, তন্ময়কে সাসপেন্ড করা হয়েছে। তন্ময়ের বিরুদ্ধে বরাহনগর থানায় অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা সাংবাদিক। ফেসবুক লাইভে মহিলা সাংবাদিক অভিযোগ করেন, ‘‌ইন্টারভিউ নেওয়ার আগে যখন উনি আমার কোলে বসে পড়েন তখন আমি তখনই বলি, এরকম করবেন না। আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেছেন আমি মানছি। কিন্তু এসব আমার সঙ্গে করবেন না। তাও তিনি আমার কোলে বসে পড়েন। ক্যামেরা যদি তখন অন থাকত তাহলে কি ভাল হত?‌’‌তার ভিত্তিতে এফআইআর দায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন থানার এক পুলিশ আধিকারিক। রবিবার দুপুরে এক মহিলা ফেসবুক লাইভে তন্ময়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। মহিলা সাংবাদিক অভিযোগ করেন, আগেও নানাভাবে তন্ময় ভট্টাচার্য তাঁর সঙ্গে ‘কুৎসিত’ ব্যবহার করেছেন। কিন্তু আজ, রবিবার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন সিপিএম নেতা। আর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‌চার বছর সাংবাদিকতা করছি। কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার। আমি বিষয়টাকে কোনওভাবে কন্ট্রোল করে ইন্টারভিউ নিই। কারণ এটাই আমার কাজ। মানসিকভাবে এত ইরিটেশন হচ্ছিল যে আমি এক্সপ্লেইন করতে পারব না।’‌ এই ঘটনার পর-ই তড়িঘড়ি পদক্ষেপ করে সিপিআইএম। সাংবাদিকের অভিযোগ নিয়ে সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘আমি ফেসবুক লাইভ দেখেছি। দেখে খারাপ লেগেছে। কিন্তু আমরা অন্য দলের মতো নই। আমাদের পার্টিতে কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া মেনেই আমরা পদক্ষেপ করব।’‌তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ,  ‘ক’দিন ধরে নাটক করা, জ্ঞান দেওয়া, বাণী ছড়ানো, রাত জাগা সিপিএমের চারাপোনাদের পোস্ট কই? হবে নাকি গ্রেপ্তার চেয়ে মানব-বন্ধন?  বানতলা, ধানতলা, কোচবিহার, সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে সুশান্তর খাট হয়, এখন তন্ময়। সিপিএম আছে সিপিএমেই। যৌন হেনস্থার অভিযোগের পালটা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‌আমি সবার সঙ্গে ইয়ার্কি করে থাকি। আগে ওই মেয়েটি অন্তত দশবার আমার সাক্ষাৎকার নিয়েছে। ওর সঙ্গে আমি আগেও ইয়ার্কি করেছি। কিন্তু আজকে হঠাৎ কী হল আমি জানি না। একটা বাচ্চা মেয়ে। ওকে আমি মা বলে ডাকি। ও একথা বলবে ভাবতে পারছি না।’‌