Posted onAuthorবঙ্গনিউজComments Off on করোনায় আক্রান্ত হলেন সিপিএম নেতা হান্নান মোল্লা
করোনায় আক্রান্ত হলেন সিপিএম নেতা হান্নান মোল্লা। আজ টুইটারে তিনি একথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, ‘আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন কোয়ারেন্টাইনে চলে যান এবং করোনা পরীক্ষা করান।’