আজ থেকে উত্তরাখণ্ডের যোশীমঠে বিপদজনক বাড়ি ভাঙার কাজ শুরু হতে চলেছে। প্রথমে ভাঙা হবে বিপজ্জনক হোটেলগুলি।এ দিকে, আজ যোশীমঠ পরিদর্শনে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি দল ।রুড়কির সিবিআরআই-এর তত্ত্বাবধানে বাড়ি ভাঙার কাজ শুরু হবে। গতকাল জোশীমঠ পরিদর্শন করেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি দল। পরিস্থিতির উপরে নজর রাখছেন ভূবিজ্ঞানীরা। জোশীমঠের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার পাশাপাশি সুপারিশ দেবেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জোশীমঠের আসন্ন বিপদ সম্পর্কে অনেক আগেই সতর্ক করেছিলেন ভূবিজ্ঞানীরা। যদিও তাঁদের সতর্কবার্তায় আমল দেওয়া হয়নি।এখনও পর্যন্ত ৮০টিরও পরিবারকে সরানো হয়েছে এবং ৯০টি পরিবারকে সরানোর কাজ চলছে। প্রায় সাতশো বাড়ি ক্ষতিগ্রস্ত। এই বাড়িগুলির বাসিন্দাদের প্রত্যেককে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়েছে। সেখানে গিয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের জওয়ানরা।