দেশ

মহারাষ্ট্রের থানেতে নির্মাণ কাজ চলাকালীন ভেঙে পড়ল ক্রেন, মৃত ১৭

নির্মাণ কাজ চলাকালীন ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হল ১৭ জন শ্রমিকের। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের সাহাপুর এলাকায়। সেখানে সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছিল। এদিন ভোরবেলাতে আচমকাই একটি ক্রেন ওই এলাকাতে কর্মরত শ্রমিকদের মাথায় ভেঙে পড়ে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ জনের। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস, দমকল বাহিনী ও এনডিআরএফের একটি দল। শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, ওই ক্রেনটি উচ্চক্ষমতাসম্পন্ন। তার নাম গার্ডার লঞ্চিং মেশিন। মূলত বড় বড় বহুতল, রেলের সেতু কিংবা সড়ক নির্মাণে ব্যবহার করা হয় এই বিশেষ ক্রেনটি। বিশাল আকৃতির লোহার বস্তু কিংবা ইস্পাত সরাতে কাজে লাগে ক্রেনটি। সেটিই ভেঙে পড়ায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি এই দুর্ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।