এমসিজি-তে বক্সিং-ডে টেস্টের দ্বিতীয়দিনের খেলা শুরু আগেই বিপত্তি ৷ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, কোভিডে আক্রান্ত ইংল্যান্ড শিবিরের চার সদস্য ৷ রুটদের দুই সাপোর্ট-স্টাফ এবং তাদের পরিবারের দুই সদস্য মারণ ভাইরাসের শিকার হয়েছেন বলে জানিয়েছে তারা ৷ ওই চার সদস্যের ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই তাদের নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ তবে দলের অন্যান্য সাপোর্ট-স্টাফ এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে ৷ শিবিরের চার সদস্য সংক্রামিত হওয়ার কারণে বাড়তি সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ দ্বিতীয়দিনের খেলা শুরুর পর ইংল্যান্ড ক্রিকেটারদের আরটিপিসিআর পরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে ৷ জটিলতার কারণে বক্সিং-ডে টেস্টের দ্বিতীয়দিনের প্রত্যেকটি সেশন 30 মিনিট করে পিছিয়ে দেওয়া হয়েছে ৷
OFFICIAL STATEMENT #Ashes
Cricket Australia has been informed that two members of the England Cricket Team’s support staff and two of their family members have returned a positive COVID-19 Rapid Antigen Test. The affected individuals are currently isolating.
(1/3)
— Cricket Australia (@CricketAus) December 26, 2021