মমতা-নীতিশ বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। বিজেপি বিরোধী জোটকে তিনি’কাল্পনিক জোট’ বলেও কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এটি দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু মানুষ এই রাজনৈতিক ব্যক্তিত্বদের বোকা বানিয়ে ফেলবে। এদিন নবান্নে বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনা করেন নীতিশ কুমার, তেজস্বী যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিন জন একত্রে সাংবাদিক বৈঠকও করেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমত তুলোধনা করেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় আর নীতিশ কুমার ও তাঁক ডেপুটি তেজস্বী যাদবের কাছে জানতে চান, বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে তারা কটি তৃণমূলের কাছে ছাড়বে। পাল্টা এই রাজ্যে ৪২টি আসনের মধ্যে তৃণমূল কটা নীতিশ আর তেজস্বীর দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেবে। এখানেই শেষ নয় শুভেন্দু কটাক্ষ করে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সর্বভারতীয় শব্দটিকে আলাদাভাবে উল্লেখ করেছেন। যার অর্থ, তৃণমূল এখন আর সর্বভারতীয় দল নয়। সেই কথাও মনে করিয়ে দিয়েছেন বিজেপি নেতা।