কলকাতা

ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার প্রচুর সোনা

গার্ডেনরিচে তল্লাশি চলছে ইডির। মোমিনপুর ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিটের এক পরিবহণ ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডির অভিযানে উদ্ধার কোটি কোটি টাকা । ক্রমশ বেড়ে চলেছে টাকার পরিমাণ। শেষ আপডেট অনুযায়ী, ওই ব্যবসায়ির বাড়ি থেকে প্রায় ১০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। নগদ ছাড়াও উদ্ধার হয়েছে প্রায় ১৫ কোটি টাকার সোনার গয়না। টাকার পাহার গুনতে আনা হয়েছে ৮টি মেশিন। মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে ব্যবসায়ীর বাড়িতে ইডি-র অভিযান চলছে। ব্যবসায়ীর বাড়ির দোতলার ঘরে একটি খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ৫০০ ও ২ হাজারের বান্ডিল বান্ডিল নোট।এতো টাকা এলো কোথা থেকে? কার টাকা?  এসব প্রশ্নই ঘোরাফেরা করছে । এখনও কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা রয়েছেন ওই ব্যবসায়ীর বাড়িতে। গার্ডেনরিচে ওই  ব্যবসায়ীর বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে অন্তত  ৬৫-৭০  কোটি টাকা প্রতারণা করেছেন ওই ব্যবসায়ী। শোনা যাচ্ছে, এ দিন যে বিপুল  অঙ্কের টাকা তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার উৎস নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি আমির খান। দেখাতে পারেননি কোনও বৈধ নথিও।