কলকাতা

আরও ১৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে চায় রাজ্য সরকার

 ছাত্র ছাত্রীদের হাতে আরও স্টুডেন্ট ক্রেডিট কার্ড পৌঁছে দিতে তৎপর হল রাজ্য সরকার। আগামী নভেম্বর মাসের মধ্যে রাজ্যের আরও ১৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্য মাত্রা নিল রাজ্য সরকার। উল্লেখ্য এই পর্যন্ত ৩৫ হাজার পড়ুয়াকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে সরকার। ইতিমধ্যে এই কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে সেই পড়ুয়ারা উচ্চশিক্ষায় রয়েছেন। এবার এই প্রকল্পে পড়ুয়ার সংখ্যা ৫০ হাজারে নিয়ে যেতে চেয়ে লক্ষ্যমাত্রা নিয়েছে নবান্ন। আরও পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পৌঁছে দিতে ইতিমধ্যে পদক্ষেপ শুরু করেছে রাজ্য সরকার। শুক্রবার এই নিয়ে রাজ্যের প্রথম সারির ব্যাঙ্কগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের অর্থ সচিব মনোজ পন্থ। বৈঠক শেষে সে কথা জানিয়েছেন অর্থ সচিব। সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। তাই উচ্চশিক্ষায় পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে যে পড়ুয়াদের ঋণের প্রয়োজন তারা যাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পায়, সেই বিষয়টি নিয়ে ব্যাঙ্কগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের অর্থ সচিব। নবান্ন সূত্রে খবর, শুক্রবারের বৈঠকে নভেম্বর মাসের মধ্যে ১৫ হাজার নতুন ক্রেডিট কার্ড দেওয়ার পাশাপাশি বকেয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনগুলি দ্রুত পূরণের কথা বলা হয়েছে ব্যাঙ্কগুলিকে। পাশাপাশি মঞ্জুর না হওয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনগুলি অডিট করার জন‌্য অভ্যন্তরীণ কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।