আগামী সেমিস্টারের পরীক্ষা হবে অফলাইনেই। এমনটাই জানানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে । করোনার দ্বিতীয় ঢেউ-এর জেরে আবারও বন্ধ হয়ে গিয়েছিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় । তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের খুলে যায় শিক্ষা প্রতিষ্ঠান । ক্লাস চলে অফলাইনে । তবে অফলাইনে পঠনপাঠন হলেও, পরীক্ষা নেওয়া হোক অনলাইনে । এমনটাই দাবি জানিয়েছিলেন বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । ঠিক একইভাবে এই দাবিতে সরব হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও । এই বিষয়ে আগেই বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফে জানানো হয়েছিল, যেহেতু করানো পরিস্থিতি এখন স্বাভাবিক এবং কলেজে পঠনপাঠনও হয়েছে অফলাইনে, তাই পরীক্ষাও নেওয়া হবে অফলাইনেই । এই বিষয়টি চূড়ান্ত করতে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠক শেষে জানা গিয়েছে, সিন্ডিকেটের সদস্যরা সর্বসম্মতভাবে অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ফ্যাকালটি কাউন্সিলগুলিও পরীক্ষা অফলাইনে নেওয়ার পরামর্শ দিয়েছে । এমনকি আন্ডারগ্রাজুয়েট বোর্ডস অফ স্টাডিজ-সহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা কলেজগুলির প্রিন্সিপালরাও অফলাইনে পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছেন।