দেশ

৩৭০ ধারা রদের বর্ষপূর্তি, কাশ্মীরে কার্ফু জারি

জম্মু-কাশ্মীর ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তি। উপত্যকায় নাশকতার আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। তাই বছর ঘুরতে তাই ফের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ‘ভূস্বর্গ’কে। কাশ্মীরে সোমবার রাত থেকে জারি হয়েছে কার্ফু, যা চলবে বুধবার পর্যন্ত।নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার, প্রশাসন ও গোয়েন্দা কর্তাদের মধ্যে আলোচনার ভিত্তিতেই কাশ্মীরে ৩ তারিখ বিকেল থেকে ৫ অগাস্ট পর্যন্ত কার্ফুর লাগুর সিদ্ধান্ত হয়েছে।পুলিশ রিপোর্টে উল্লেখ, ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও পাকিস্তানের মদতপুষ্ট কিছু দল এই ৫ অগস্টকে কালো দিন হিসেবে দেখে। তাই এই দু’দিন উপত্যকায় দাঙ্গা বাধানোর চেষ্টা চলতে পারে। নাশকতার সম্ভাবনাও আছে। তাই সবদিক দিয়েই নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। শ্রীনগর প্রশাসন সিআরপিসি আইনে ১৪৪ ধারা জারি করেছে।’ তবে, করোনা মহামারী আবহে জরুরি স্বাস্থ্য পরিষেবাগুলো চালু থাকবে। প্রশাসনের দেওয়া নির্দিষ্ট পাস নিয়ে জরুরি কাজে মানুষ বের হতে পারবেন।