বিপুল অর্থমূল্যের সোনা বাজেয়াপ্ত হল বড়বাজারে। বেআইনিভাবে বিদেশ থেকে কলকাতায় ওই সোনা আনা হয় বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে বড়বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে সাড়ে চার কোটি টাকা মূল্যের ওই অবৈধ সোনা উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা। কোথা থেকে এত টাকার সোনা আনা হয়েছে, কারা এই চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে বড়বাজারের একটি দোকানে অভিযান চালান শুল্ক দফতরের আধিকারিকরা। ওই দোকানে বিদেশ থেকে বেআইনিভাবে আনা ৯ কেজির বেশি সোনা লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। সংশ্লিষ্ট সেই দোকানে শুল্ক দফতরের আধিকারিকরা তল্লাশি চালান বেশ কিছুক্ষণ ধরে। সন্ধান চালানোর পর অবশেষে উদ্ধার হয় ৯ কেজি ওজনের বেশি সোনা। জানা গিয়েছে উদ্ধার হওয়া সোনার পরিমাণ, ৯,০২০.৪৬ গ্রাম। যার বাজারমূল্য ৪ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বিদেশ থেকে এই সোনা নিয়ে আসা হয়েছে বলে জানান তদন্তকারীরা। ইতিমধ্যে যে দোকান থেকে ওই সোনা উদ্ধার হয়েছে সেই দোকানের মালিককে আটক করেছে তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। কোথা থেকে এই বিপুল টাকা মূল্যের সোনা এল তা জানার চেষ্টা করছেন শুল্ক দফতরের আধিকারিকরা। এই পাচার কাণ্ডের সঙ্গে আর কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারী আধিকারিকদের অনুমান, বড় কোনও পাচার চক্র এই সোনা পাচার কাণ্ডে যুক্ত থাকতে পারে।