বৃষ্টির জেরে নাজেহাল দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। চেঙ্গালপাত্তু, কুড্ডালোর, মায়িলাদুথুরাই, তিরুভারুর, থিরুথুরাইপান্ডি, বেদনারায়ণ এলাকা সহ গোটা তামিলনাড়ুতে অন্তত ২ হাজার একর চাষের জমি জলের তলায়। অতি ভারী বৃষ্টির কোপ থেকে রেহাই পায়নি রাজধানী শহর চেন্নাইও। গোদের উপর বিষফোড়া এটাই যে, এখনই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এমনই আশঙ্কার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সাইক্লোন ফেঙ্গালের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বিরূপ আবহাওয়ার কথা মাথায় রেখে আগাম সতর্ক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। চেন্নাই, চেঙ্গালাপাত্তু, কুড্ডালোর, মায়িলাদুধুরাই, এবং রামানাথপুরমে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা জারি হয়েছে। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সেমেস্টার ও প্রযুক্তি কলেজের ডিপ্লোমা পরীক্ষাও স্থগিত করা হয়েছে।