দেশ

স্থলভাগ থেকে ১৮০ কিমি দূরে ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাত জুড়ে জারি লাল সতর্কতা

গুজরাতের জাখাউ বন্দর থেকে মাত্র ১৮০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। বৃহস্পতিবার এমনই জানানো হল আবহাওয়া দফতরের তরফে। ফলে যত সময় গড়াচ্ছে, তত বাড়ছে আতঙ্ক। ঘূর্ণিঝড় বিপর্যয় যখন শক্তিশালী হয়ে গুজরাটের দিকে এগোচ্ছে, সেই সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডেপুটি ডিরেক্টর জানান, ওখা এবং মুন্দ্রা বন্দরে জাহাজ তৈরি। সেই সঙ্গে চক্কর কাটছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর চপারও। সেই সঙ্গে গুজরাট জুড়ে ২১টি বিপর্যয় মোকাবিলাকারী দল মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের বিপর্যয় সামাল দিতে বাহিনী তৈরি বলে আশ্বাস দেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আধিকারিক। ইতি মধ্যেই গুজরাতের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ঝড়ের দাপট। গুজরাটে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে শুরু করেছে। পলে বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে সতর্কতা জারি করা হয়েছে। দেবভূমি দ্বারকা থেকে মান্ডবী, কচ্ছ, প্রায় সমস্ত উপকূলবর্তী এলাকায় সমুদ্রের গর্জনে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। বিপর্যয়ের প্রভাবে জোর কদমে আছড়ে পড়তে শুরু করেছে ঢেউ। যার জেরে জনবসতি এলাকায় জল ঢুকতে শুরুছে।