জেলা

চোপড়ায় গুলিবিদ্ধ বাম এবং কংগ্রেস প্রার্থী, মৃত ১

আজ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিল করার শেষ দিন। আর সেই শেষ দিনেই জীবন ও রক্ত ঝরল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায়। সেখানকার চোপড়ায় এদিন বাম ও কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়ন দাখিল করতে যাচ্ছিলেন। অভিযোগ সেই মিছিল লক্ষ্য করেই গুলি চালানো হয়। তাতেই গুলিবিদ্ধ হন দুই দলের একাধিক প্রার্থী। একজনের মৃত্যুও হয় গুলি লেগে। অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীরাই সেই মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তাঁদের দাবি, বাম ও কংগ্রেসের তরফে ISF-কে আসন ছাড়া হয়নি। তার জেরেই ISF আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে তাঁদের লক্ষ্য করে। জানা গিয়েছে, এদিন উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁঠালবাড়ি কলোনি এলাকায় মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে, কংগ্রেস ও সিপিএম প্রার্থীদের মিছিলে গুলি চালানো হয়। বেশ কয়েকজন তার জেরে গুলিবিদ্ধও হন।  বাম-কংগ্রেসের দাবি, তৃণমূলের সন্ত্রাসের জেরে গতকাল পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়নই জমা দিতে পারেননি। এদিন চোপড়ার লালবাজার থেকে একসঙ্গে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা। মনোনয়ন কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে গুলি চলে বলে অভিযোগ। তার জেরে একাধিক প্রার্থী গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে ১জনের মৃত্যুও হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশও। কে বা কারা গুলি চালিয়েছে তা খতিয়ে দেখছেন তাঁরা।