দেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, গুজরাতে মন্ত্রীদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আগামী ২৪ ঘণ্টায় গুজরাতে সমুদ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। ইতিমধ্যেই গুজরাতের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। অন্যদিকে উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। সকাল থেকেই বিশাল ঢেউ আছড়ে পড়ছে দ্বারকার সমুদ্রতটে। আসন্ন জরুরি পরিস্থিতি নিয়ে রাজ্যের মন্ত্রীদের নিয়ে গান্ধীনগরের স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে বৈঠকে বসলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রাজ্যের উপকুলবর্তী মানুষদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে খবর রাখছেন। বিপর্যয় মোকাবিলায় একসঙ্গে কাজ করছে গুজরাট পুলিশ, উপকুলরক্ষী বাহিনী, নৌ সেনা, বিএসএফ, বিপর্যয় রক্ষা বাহিনী, এবং বিভিন্ন রাজ্য-কেন্দ্র সংস্থা। ঘূর্ণিঝড় বিপর্যের কারণে ৬২টি ট্রেন বাতিল করেছে পশ্চিম রেলওয়ে। আগামী বৃহস্পতিবার গুজরাটের মান্ডভির কুচ ও পাকিস্তানের করাতির জাখাউ বন্দরে ১২৫-১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়তে পারে।