দেশ

গুজরাতের উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

গুজরাত উপকূলে আঘাত হানল ‘বিপর্যয়’। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা নাগাদ সৌরাষ্ট্র ও কচ্ছের উপকূল এলাকায় আছড়ে প্রবল ঘূর্ণিঝড়। জামনগর, মোরবি, দ্বারকা-সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির তাণ্ডব। ঘন্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে বাতাস। ‘বিপর্যয়ের’ গুজরাত উপকূল পার হতে মধ্যরাত হয়ে যাবে বলে জানিয়েছে মৌসম ভবন।ইতিমধ্যেই ‘বিপর্যয়’ –এর তাণ্ডবে উপকূলবর্তী এলাকার জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। বেশ কয়েকটি এলাকায় বিদ্যু‍ৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে অন্ধকারে ডুবে রয়েছেন সাধারণ মানুষ।  ঝড়ের দাপটে একাধিক জায়গায় গাছ ভেঙে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। যদিও এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর চারটি জাহাজ। সেনাবাহিনী, বিমান বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি বিএসএফ জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে। ‘বিপর্যয়’ এর হাত থেকে রক্ষা করতে উপকূলবর্তী এলাকা থেকে প্রায় লক্ষাধিক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মৌসম ভবনের পক্ষ থেকে এম মহাপাত্র জানিয়েছেন, কমপক্ষে ছয় ঘন্টা ধরে উপূলবর্তী এলাকায় তাণ্ডব চালাবে ‘বিপর্যয়’। মধ্য রাতে দুর্বল হয়ে রাজস্থানের দিকে এগোবে। তবে বেশ কয়েকটি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী ১০টি জেলায় ‘লাল’ ও ‘কমলা’ সতর্কতা জারি থাকছে।