দেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বাতিল ১৪৪টি ট্রেন

 বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। রবিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় “মিগজাউম” মঙ্গলবার দুপুর নাগাদ দক্ষিণ অন্ধ্রপ্রবেশে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মিলতেই দক্ষিণ মধ্যে রেল এখনও পর্যন্ত ১৪৪টি ট্রেন বাতিল করেছে। ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব বাংলায় না পড়লেও, একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কারণ হাওড়া, শালিমার, সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়া ট্রেন যে রুট দিয়ে যায়, সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। রবিবার থেকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পুদুচেরির কয়েকটি অংশে ভারী বৃষ্টি শুরু হবে। ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪৪ ট্রেন বাতিল করা হয়েছে।

বাংলা থেকে বাতিল ট্রেনের তালিকা –
১২২৪৫ হাওড়া-স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস – ৩ ডিসেম্বর বাতিল থাকবে।

১২২৪৬ স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস – ৫ ডিসেম্বর বাতিল থাকবে।

২২৮৫৫ সাঁতরাগাছি-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস – ৩ ডিসেম্বর বাতিল থাকবে।

২২৮৫৬ সাঁতরাগাছি-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস – ৩ ডিসেম্বর বাতিল থাকবে।

২২৮৪১ সাঁতরাগাছি-তাম্বরম অন্ত্যোদয় এক্সপ্রেস – ৪ ডিসেম্বর বাতিল থাকবে।

২২৮৪২ তাম্বরম-সাঁতরাগাছি অন্ত্যোদয় এক্সপ্রেস – ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল – ৩ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর বাতিল থাকবে।

১২৮৪০ চেন্নাই-হাওড়া মেল – ৪ ডিসেম্বর, ৫ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

২২৮৬৩ হাওড়া-স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস – ৪ ডিসেম্বর বাতিল থাকবে।

২২৮৬৪ স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস – ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

১২৮৪২ চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস – ৪ ডিসেম্বর, ৫ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস – ৩ ডিসেম্বর, ৪ ডিসেম্বর এবং ৫ ডিসেম্বর বাতিল থাকবে।

১২৮৬৩ হাওড়া-স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস – ৩ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর বাতিল থাকবে।

১২৮৬৪ স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস – ৪ ডিসেম্বর, ৫ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

১২৬৫৯ নাগরকইল জংশন-শালিমার গুরুদেব এক্সপ্রেস – ৩ ডিসেম্বর বাতিল থাকবে।

১২৬৬০ শালিমার-নাগরকইল জংশন গুরুদেব এক্সপ্রেস – ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

১২৮৬৭ হাওড়া-পুদুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস – ৩ ডিসেম্বর বাতিল থাকবে।

১২৮৬৮ পুদুচেরি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস – ৬ ডিসেম্বর বাতিল থাকবে।