জেলা

ধেয়ে আসছে মিধিলি, উত্তাল সমুদ্র, দিঘায় জারি বিশেষ সতর্কতা

নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় বা সাইক্লোনে। বঙ্গোপসাগর থেকে এগোতে শুরু করেছে মিধিলা। আর তার প্রভাবেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। ভোরের দিকে মেঘলা আকাশ ছিল কলকাতাতেও। এই পরিস্থিতিতে উত্তাল হতে পারে সমুদ্র, বাড়তে পারে ঢেউ। এই আশঙ্কায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে দিঘা উপকূলে। সপ্তাহান্তে পর্যটকদের ভিড় যখন বাড়তে শুরু করেছে, তখন রীতিমতো ময়দানে নেমে পড়লেন নুলিয়ারা। শুক্রবার সকাল থেকে উপকূলে দাঁড়িয়ে ভিড় সামলাচ্ছেন তাঁরা। ঘূর্ণিঝড় মিধিলি নিয়ে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলার ব্লকে ব্লকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। এমনটাই জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনবীর আফজল। ইতিমধ্যেই ব্লকে ব্লকে সচেতনামূলক প্রচার করা হচ্ছে। দিঘাতেও প্রশাসনের তরফে করা হচ্ছে মাইকিং। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। জেলাশাসক জানিয়েছেন দিঘাতে বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনবীর আফজল বলেন, ‘মিধিলি নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করছে জেলা প্রশাসন। ব্লক প্রশাসনিক আধিকারিকদের তৎপর থাকার কথা বলা হয়েছে। ঝড় বৃষ্টি বাড়লে জেলার ফেরিঘাটগুলি বন্ধ রাখার কথা বলা হয়েছে। দিঘায় বাড়তি নজদারির ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য উদ্ধারকারী দলকে তৈরি রাখা হয়েছে। দিঘায় পর্যটকদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে বিশেষ নজদারির ব্যবস্থা করা হয়েছে। যাতে পর্যটকদের কোনও রকমের সমস্যা না হয় তার জন্য আমরা তৎপর রয়েছি।’