বিদেশ

বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিধিলি

বাংলাদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মিধিলি। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিধিলি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে ৮৫ কিলোমিটার বেগে। মিধিলির প্রভাবে ইতিমধ্যেই খেপুপাড়া এবং তৎসংলগ্ন এলাকায় ভারী বর্ষণ শুরু হয়েছে। ৬৫-৭৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তবে আগামী তিন ঘণ্টার মধ্যেই ‘তাণ্ডব’ কমাবে মিধিলি। স্থলভাগ দিয়ে যাওয়ার সময় শক্তি হারাবে ঘূর্ণিঝড়।