দেশ

আজ বিকেলেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘নিভর’

 বিকেল দিকেই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন নিভর। কড়াইকাল এবং মমল্লাপুরমের মধ্যে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এমনই পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহবিজ্ঞান দফতরের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র। ঝড়ের তাণ্ডব মোকাবিলায় তামিলনাড়ুতে চূড়ান্ত সতর্কতকা জারি করা হয়েছে। বুধবার রাজ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে উদ্ধারকাজের জন্য এনডিআরএফ-এর প্রায় ১২০০ সদস্যকে তৈরি রাখা হয়েছে। আরও ৮০০ জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে।আবহবিদরা প্রথমে অনুমান করেছিলেন নিভর হয়তো শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই আঘাত হানবে। কিন্তু এখন সেটি বঙ্গোপসাগরের উপরেই আরও শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মে মাসে সুপার সাইক্লোন আমফানের মতো নিভরই এ বছর বঙ্গোপসাগরের উপরে সৃষ্টি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড়। ভারতীয় আবহবিজ্ঞান দফতরের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে নিভর যখন আঘাত হানবে, তখন হাওয়ার গতিবেগ থাকবে ১২৫ থেকে ১৩০ কিলোমিটার প্রতিঘণ্টা। যা ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।