কলকাতা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতায় রবিবার দুপুর ১২টা থেকে ২১ ঘণ্টা বন্ধ বিমান পরিষেবা

ঘূর্ণিঝড় রিমলের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে৷ আবহাওয়া দফতর সহ সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ৷ কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রিমলের জন্য আগামিকাল রবিবার, ২৬ মে দুপুর ১২টা থেকে সোমবার, ২৭ মে সকাল ৯টা পর্যন্ত কলকাতায় সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হবে৷ যেহেতু ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল বেগে ঝোড়ো হাওয়া এবং কলকাতা এবং পাশ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ যাত্রী হয়রানি এড়াতেই আগেভাগে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল৷ আবহাওয়ার দুর্যোগের জন্য ২১ ঘণ্টা বিমান বন্ধ থাকার নজির কলকাতা বিমানবন্দরে সাম্প্রতিক কালে নেই৷