কলকাতা

Cyclone Remal: ল্যান্ডফলের পরেই আচমকা ঘুরে যেতে পারে ঘূর্ণিঝড় রিমল!

ল্যান্ডফলের পরেই গতিপথ পরিবর্তন করতে পারে রিমল। সমুদ্রে উত্তরমুখী আসার পর স্থলভাগে এসে সামান্য উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। বাংলাদেশের উপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে রিমল ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ। ল্যান্ডফলের পরেই গতিপথ পরিবর্তন করতে পারে রিমল। সমুদ্রে উত্তরমুখী আসার পর স্থলভাগে এসে সামান্য উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। বাংলাদেশের উপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে রিমল ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ। বাংলাদেশের মংলা বন্দর, খুলনা বরিশাল সাতক্ষীরাতে ক্ষতির আশঙ্কা সবথেকে বেশি। এরপর ক্রমশ উত্তর দিকে ফরিদপুর যশোর ময়মনসিং বগুড়া হয়ে ঘূর্ণিঝড় নিম্নচাপ রূপে পূর্ব ভারতের দিকে প্রবেশ করবে। বাংলাদেশ লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার হ্যামিল্টন আইল্যান্ড, কুমিরমারি, যোগেশগঞ্জ, গোসাবা, হিঙ্গলগঞ্জ এলাকায় ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। ঝড়খালি ও মরিচঝাঁপিতেও প্রভাব পড়তে পারে বেশি। এরপর বসিরহাট হাসনাবাদ ও বনগাঁতেও প্রভাব থাকবে।