বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘বুরেভি’–তে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে কেরলের স্থলভাগে, তেমনই সতর্কতা জারি করেছে দিল্লির আবহাওয়া অফিস। ইতিমধ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সতর্কবার্তা জারি করেছেন। তিনি উদ্ধারকাজের জন্য তৈরি থাকতে বলেছেন নৌ–বাহিনীকে, তৈরি রাখা হয়েছে হেলিকপ্টার, নৌকা। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার সন্ধে থেকে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা উপকূলের কাছে পৌঁছে যাবে। তারপর এটি বৃহস্পতিবার দুপুর নাগাদ কন্যাকুমারীতে আছড়ে পড়তে পারে। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় নিয়ে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাতটি বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।