দেশ

আগামী ৩৬ ঘণ্টায় ভয়াবহ রূপ নিতে চলছে ঘূর্ণিঝড় বিপর্যয়! সতর্ক করল মৌসম ভবন

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিয়ে ফের সতর্কতা জারি করল মৌসম ভবন। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় বিপর্যয় আরও তীব্র হবে বলে সতর্কতা প্রকাশ করা হয় মৌসম ভবনের তরফে। এই মুহূর্তে পূর্ব এবং মধ্য আরব সাগরে অবস্থান করছ এই ঘূর্ণিঝড়। গোয়া থেকে যার দূরত্ব ৮৪০ কিলোমিটার। অন্যদিকে মুম্বই থেকে এই ঘূর্ণিঝড় রয়েছে ৮৭০ কিলোমিটার দূরে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২ দিনে বিপর্যয় আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। হাওয়া অফিসের সতর্কতায় এমনই জানানো হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। যার প্রভাব  ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। ফলে যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁরা যাতে যত শিগগিরই সম্ভব ফিরে আসেন, সে বিষয়েও বার বার সতর্ক করা হয় মৌসম ভবনের তরফে।