কলকাতা

‘মেট্রোর কাজের জন্য দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙা যাবে না,’ কড়া বার্তা রাজ্য সরকারের

ক্রমশ বাড়ছে জট। মেট্রোর তরফে বলা হয়েছিল দক্ষিণেশ্বর মেট্রোর সম্প্রসারণ মূলক কাজের জন্য স্কাইওয়াকের কিছু অংশ ভাঙা হতে পারে। সেই খবর জানতে পেরে প্রবল ক্ষোভ প্রকাশ করেছে নবান্ন। নবান্নের তরফে কড়া বার্তায় জানানো হয়েছে মেট্রোর কাজের জন্য দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙা হবে না। সূত্রের খবর, নবান্নের তরফে বলা হয়েছে, “প্রয়োজন হলে ওরা মেট্রো রুট ঘুরিয়ে নিক।” পাশাপাশি নবান্নের তরফে জানানো হবে, “বডিগার্ড লাইনও ছাড়া হবে না। সেই রকম হলে মেট্রো কর্তৃপক্ষ প্রতিরক্ষা মন্ত্রকের জমি ব্যবহার করুক।” মেট্রো নিয়ে কার্যত অনড় অবস্থান নবান্নের। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, “কেন দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙা হবে? প্রয়োজন হলে ওরা রুট ঘুরিয়ে নিক। আমরা এইসব ভাঙতে দেব না। কেন হেরিটেজের উপর আঘাত হবে?”