জেলা

দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসবে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বেলুড় মঠের পর এবার দক্ষিণেশ্বর মন্দিরও ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা। আগামী ১ জানুয়ারি থেকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক কুশল চৌধুরী এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, কোভিড পরিস্থিতির জেরেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বছরের প্রথমদিন কল্পতরু উৎসব পালিত হয়ে থাকে দক্ষিণেশ্বর মন্দিরে। সেই উপলক্ষ্যে বিপুল সংখ্যক ভক্ত সমাগম করোনা সংক্রমণের অনুঘটক হতে পারে। এমনই আশঙ্কাকে সামনে রেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বেলঘরিয়া পুলিশ স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনার পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ ৷ তবে ভক্তদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি হলেও কল্পতরু উৎসব উপলক্ষ্যে যে সমস্ত আচার-বিধি পালন করা হয়ে থাকে, তা রীতি মেনেই হবে করা হবে।