দেশ

হরিয়ানার ফল নিয়ে কংগ্রেস শিবিরকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

হরিয়ানাতে জয় পেয়েছে বিজেপি। ফের তারা সরকার গঠন করতে চলেছে। আর এবার কংগ্রেস শিবিরকে সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, নিজের জালে নিজেই আটকে পড়েছে কংগ্রেস। তারা যেভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে তার ফল তাদের ভোগ করতে হল। এবার সামনে মহারাষ্ট্র নির্বাচন রয়েছে। সেখানে তারা ফের একবার হারবে। হরিয়ানায় কংগ্রেসের হারের অন্যতম কারণ ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে সমন্বয়ের অভাব। অন্তত ১৪টি আসনে কংগ্রেস হেরেছে আপ, আইএনএলডি এবং বিক্ষুব্ধ নির্দলদের জন্য। হরিয়ানায় কংগ্রেস এবং বিজেপির ভোট শতাংশের পার্থক্য কমবেশি ০.৯০ শতাংশ। সেখানে আম আদমি পার্টি একাই পেয়েছে প্রায় পৌনে ২ শতাংশ ভোট। আবার হরিয়ানার যাদব বেল্টে একটি আসনের দাবি ছিল সমাজবাদী পার্টির। ওই এলাকাতেও কংগ্রেস কোনও আসন সপার জন্য ছাড়েনি।  ইন্ডিয়া জোটের শরিকদের ধারণা, কংগ্রেসের ‘দাদাগিরি’র জন্যই হরিয়ানার এই ফল।হরিয়ানার ভোটের এই ফলের প্রভাব মহারাষ্ট্রেও পড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেই আশঙ্কা থেকেই কংগ্রেসকে সতর্ক করলেন উদ্ধব ঠাকরে। তাই এবার মহারাষ্ট্রে কংগ্রেস কী নীতি নেবে সেটাই দেখার।