রবিবার সাতসকালে মহিলার মৃতদেহ উদ্ধার কলকাতার দক্ষিণ বন্দর এলাকায়। স্থানীয় বাসিন্দারাই দেহ উদ্ধার করে। মহিলার স্বামী এখনও পলাতক। জানা গিয়েছে অঞ্জু আরো নামে ওই মহিলা এলাকারই এক ঝুপড়িতে বাস করতেন। রোজ সকালে জল নিতে এলেও এদিন তাকে দেখা যায়নি। স্থানীয়রা তাঁকে দেখতে গেলে মৃত অবস্থায় উদ্ধার করে। মহিলার মোবাইল ফোন খুঁজছে পুলিশ। পরিবারের অভিযোগ খুন। দীর্ঘদিন ধরে স্বামীর সাথে বচসা লেগেই থাকত। দরজা খোলা ছিল। দেহতে সেরম ক্ষতর চিহ্ন পাওয়া যায়নি।