জেলা

খাদ্যে বিষক্রিয়ায় মৃত নাবালিকার, অসুস্থ একই পরিবারের আরও ৪

রাতের খাবারে পরিবারের সকলে মিলে খেয়েছিলেন বড়া। সেই বড়া তৈরি ডাল, ডিম আর বেসন দিয়ে। এই খাবারের বিষক্রিয়ায় মৃত্যু হলো এক নাবালিকার। অসুস্থ হয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। নদিয়ার হালিশহরের কুমোরপাড়া এলাকার ঘটনা। মৃতার নাম শ্রেয়সী দে। বয়স মাত্র ৮। মৃতার মা সহ ওই পরিবারের আরও ৪ জন ভর্তি কল্যাণীর হাসপাতালে। পরিবার সূত্রে খবর, গত সোমবার রাতে বড়া খেয়েছিলেন তাঁরা। এরপরেই হয় পেট খারাপ। বারবার শৌচালয়ে গিয়েও অবস্থার উন্নতি না হলে তাঁদের ভর্তি করা হয় জেএমএ হাসপাতালে। ওই রাতেই মৃত্যু হয় নাবালিকার। চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়াতেই ঘটেছে মৃত্যু ও অসুস্থতার ঘটনা। মৃতার মা শিখা দে, দাদু গোপাল দে, দিদা বুলবুল দে এবং মাসি সুভদ্রা দে হাসপাতালে চিকিৎসাধীন। তবে সুভদ্রা’র শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।