জেলা

আলিপুরদুয়ারের ফালাকাটায় হাতির হানায় মৃত্যু, বনকর্মীদের ঘিরে বিক্ষোভ

ফের হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। বুধবার রাতে আলিপুরদুয়ারের ফালাকাটায় রাস্তায় হাঁটতে বেরিয়ে দাঁতালের আক্রমণের মুখে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের লছমন ডাবরি এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায়। বনকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম বাবলু রহমান। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের লছমন ডাবরি এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার রাতে হাঁটতে বের হন বাড়ির বাইরে। সেই সময় পার্শ্ববর্তী কুঞ্জনগর জঙ্গল থেকে এক দাঁতাল এসে আচমকা হামলা করে বাবলুর উপর। শুঁড় দিয়ে পেঁচিয়ে তাঁর হাত ছিঁড়ে নেয় প্রাণীটি। যন্ত্রণায় চিৎকার করে ওঠে বাবলু। এরপর স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম বাবলুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।