ভারত জোড়ো যাত্রা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস সাংসদের। আজ, শনিবার সকালে পাঞ্জাবের ফিল্লোরে রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরী। মিছিলে হাঁটতে হাঁটতে আচমকাই অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর পেয়েই হাসপাতালের উদ্দেশে রওনা হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।