দেশ

মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি আর ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৬

টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রের রায়গড় জেলার ৷ প্রবল বর্ষণে ধস নেমেছে ৷ গতকাল মৃতের সংখ্যা ৩৬ থাকলেও আজ এখনও পর্যন্ত ৪৪ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ জেলাশাসক নিধি চৌধুরী জানিয়েছেন, দু’টি জায়গা থেকে ধ্বংসস্তূপ সরিয়ে মোট ৪৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আহত ৩৫ জনের চিকিৎসা চলছে ৷ রায়গড়ের মোট ছ’টি জায়গায় ধস নেমেছে ৷ এখনও উদ্ধারকাজ চলছে ৷ আশঙ্কা করা হচ্ছে ৫০ জন লোক এখনও আটকে রয়েছেন ৷ ভূমিধসে মৃত ব্য়ক্তিদের অনেকে রায়গড়ের তালাই গ্রামের বাসিন্দা ৷ প্রচণ্ড বৃষ্টিতে উদ্ধারকাজে বাধা পড়ছে ৷ ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উপকূল রক্ষী বাহিনীকে উদ্ধারকাজে নামার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু বৃষ্টি বাধ সেধেছে তাদের কাজেও ৷ ঘটনাস্থলে গিয়েছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে ৷ তিনি জানিয়েছেন, ৩২টি বাড়ি গুঁড়িয়ে গিয়েছে ৷ “মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আহতদের চিকিৎসা করবে প্রশাসন ৷” পাশাপাশি ঘরছাড়া মানুষদের থাকার ব্যবস্থাও করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি ৷ রায়গড়ের পার্শ্ববর্তী সাংলি জেলার ৩৬ হাজারেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে ৷ অন্যদিকে কর্নাটক সরকারি পরিবহণের রত্নগিরিগামী বাস কোলাপুর-পানহালা রোডে জলে আটকে গিয়েছিল ৷ সেখান থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে ৷ কোলাপুর জেলার ৮৪ হাজার ৪৫২ জনকে পুনেতে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ কোলাপুরে পঞ্চগঙ্গা নদীটি বিপজ্জনক সীমার উপর দিয়ে বইছে ৷