দেশ

গুজরাতে সেতু বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪১, নিখোঁজ বহু

মোদির গুজরাত সফরের মধ্যেই বড়সড় বিপর্যয়। মেরামতির ৪দিন পর ভেঙে পড়ল মরবি ব্রিজ। ছটপুজোর রাত যেন বিভীষিকা গুজরাটবাসীর কাছে। ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যা। ব্রিজ ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় ১৪১। তিন সেনাবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের চেষ্টায় এখনও পর্যন্ত প্রায় ১৭৭ জনকে

উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতভোর উদ্ধারকার্য চালিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫ টি দল। ভারতীয় সেনার মেজর গৌরব বলেন, “রাত ৩ টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় সেনা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন তাঁরা। প্রধানমন্ত্রী

বিষয়টি নজরে আসতেই উদ্ধারকারী দলগুলিকে আটকে পড়াদের দ্রুত উদ্ধার করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, রাজ্যের রাজধানী গান্ধীনগর থেকে প্রায় ২৪০ কিলোমিটার পশ্চিমে – মরবি শহরের সেতুতে প্রায় ৫০০ জন লোক ছিল এবং তাদের মধ্যে প্রায় ১৫০ জন মাচ্চু নদীতে পড়ে যান যখন এটি ভেঙে পড়ে যায়।