দেশ

মুম্বইয়ে অমিত শাহের সভায় হিটস্ট্রোকে মৃতের সংখ্যা বেড়ে ১১, অসুস্থ ১২০, চরম অব্যবস্থার অভিযোগ

ভরদুপুরে চড়া রোদে চলছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যার বলি হতে হল ১১ জনকে। মহারাষ্ট্রের মুম্বইয়ে একসঙ্গে হিট স্ট্রোকে আক্রান্ত হলেন মহারাষ্ট্রভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখতে আসা বহু মানুষ। ১১ জনের মৃত্যুর পাশাপাশি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১২০ জন। জানা গিয়েছে, গতকাল, রবিবার দুপুরে মুম্বইয়ের খারগরে চলছিল এই অনুষ্ঠান। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে পুরস্কার নিচ্ছিলেন প্রাপকরা। অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন কাতারে কাতারে মানুষ। কিন্তু অভিযোগ, তীব্র দাবদাহ থেকে দর্শকদের বাঁচাতে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি আয়োজকদের তরফে। দর্শকাসনের উপর ছিল না কোনও ছাউনি। স্বভাবতই রোদের তাপে এক সময় অসুস্থ হয়ে পড়েন অনেকে। অসুস্থদের দ্রুত খারগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ১১ জনকে বাঁচানো যায়নি। এই ঘটনার পর থেকেই চূড়ান্ত অব্যবস্থার অভিযোগে সরব বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও কেন আমজনতার নিরাপত্তার কথা ভাবা হল না! এই প্রশ্নও তুলছেন অনেকে। গতকালই হাসপাতালে অসুস্থদের দেখতে পৌঁছন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। তিনি নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।