দেশ

বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৫

হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা আর ভূমিধসে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উভয় পার্বত্য রাজ্যের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।  মঙ্গলবার সকাল পর্যন্ত  প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৫ জন। তার মধ্যে রাজধানী শিমলার শিব মন্দিরে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ১৬ জন। ধ্বংসাবশেষের থেকে আরও মৃতদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ। লাগাতার বর্ষণের কারণে ইতিমধ্যেই একাধিক এলাকায় ধস নেমেছে। ভেসে গিয়েছে রাস্তাঘাট। অন্তত১০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।